ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএমডিসি)-তে শিক্ষানবিশ প্রয়োজন। তাঁদের প্রতিষ্ঠানের ছত্তীসগড়ের বচেলি কমপ্লেক্সে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট শূন্যপদ ১৭৯।
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য তাঁদের ইন্টারভিউয়ের দিন বয়সের প্রমাণপত্র, সরকারি পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার নথি সঙ্গে রাখা প্রয়োজন। ইন্টারভিউয়ে নাম রেজিস্ট্রেশনের জন্য সকাল ৯টার আগে উপস্থিত থাকতে হবে।
কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্য়ান্ট, মেকানিক, ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, মেকানিস্ট ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র রয়েছে, এমন প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই ট্রেডে প্রার্থীদের ৮ মে থেকে ১৩ মে ইন্টারভিউয়ের জন্য বচেলি কমপ্লেক্সে উপস্থিত থাকতে হবে।
এ ছাড়াও মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, মাইনিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন প্রার্থীদেরও প্রশিক্ষণ নিতে পারবেন। উল্লিখিত ট্রেডে ১৫ থেকে ১৮ মে পর্যন্ত ইন্টারভিউ চলবে। প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিসরা ভাতা পাবেন।
উল্লিখিত ট্রেডে মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। তবে, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে আগে প্রশিক্ষণ নিয়েছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন না। আবেদনকারীদের অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া নামক ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সেই শংসাপত্রটি ইন্টারভিউয়ের দিন সঙ্গে রাখা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।