WBHIDCO Govt Jobs 2023

অবসরপ্রাপ্তদের কাজের সুযোগ দিচ্ছে হিডকো, কী ভাবে নিয়োগ করা হবে?

হিডকোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই পদে চুক্তির ভিত্তিতে অনূর্ধ্ব ৬২ বছর বয়সিদের কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৩
West Bengal Housing Infrastructure  Development Corporation Limited, (WBHIDCO).

পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (হিডকো)। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (হিডকো)-এ কর্মখালি। সেই মর্মে হিডকোর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে ওই পদে অস্থায়ী ভাবে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে।

Advertisement

কিউরেটর/ জেনারেল ম্যানেজার পদে কর্মী প্রয়োজন। এই পদে অবসরপ্রাপ্তদের কাজের সুযোগ দিচ্ছে হিডকো। সম্প্রতি যে সমস্ত প্রার্থী রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় জয়েন্ট সেক্রেটারি পদে অবসর গ্রহণ করেছেন, তাঁরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

তবে, এই ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। আগ্রহীদের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, কাজের অভিজ্ঞতা, জীবনপঞ্জি-সহ প্রয়োজনীয় নথি ডাকযোগে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিন)-কে উদ্দেশ করে ‘হিডকো ভবন’-এর ঠিকানায় ওই আবেদনপত্র পাঠাতে হবে। ২২ ডিসেম্বর বিকেল ৫টার পর আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না। এই পদে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এবং শর্তাবলি জেনে নিতে হলে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখতে হবে।

Advertisement
আরও পড়ুন