NTPC Recruitment 2025

এনটিপিসি লিমিটেডে ৪০০-র বেশি শূন্যপদে কর্মী প্রয়োজন, ইঞ্জিনিয়ারেরা পাবেন আবেদনের সুযোগ

প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং এগজ়িকিউটিভ ট্রেনি হিসাবে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য ৪৭৫টি শূন্যপদ রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৭:১৯
NTPC.

ছবি: সংগৃহীত।

এনটিপিসি লিমিটেডে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং এগজ়িকিউটিভ ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৭৫টি।

Advertisement

ইঞ্জিনিয়ারিং শাখার সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেনটেশন এবং মাইনিং বিভাগে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তবে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।

সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ২৭ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে। নিযুক্তেরা পারিশ্রমিক পাবেন ৪০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা বেতনক্রমে। প্রতিষ্ঠানের বিভিন্ন দফতরে এক বছরের প্রশিক্ষণের পর পদোন্নতি হবে।

আগ্রহীদের আবেদন অনলাইন মাধ্যমের পাশাপাশি, অফলাইনেও গ্রহণ করা হবে। মহিলা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের ৩০০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে। আবেদন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন