প্রতীকী চিত্র।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে কর্মখালি। প্রতিষ্ঠানের ফাউন্ডেশন ফর ডিজ়াইন ইনোভেশনে কাজের জন্য চিফ একজ়িকিউটিভ অফিসার (সিইও) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে উল্লিখিত পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে।
নিযুক্ত ব্যক্তিকে তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। তবে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। বেতন বাবদ মিলবে ২,৫০,০০০ টাকা। নিযুক্তের কর্মস্থল হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি-র নয়াদিল্লির দফতর।
আগ্রহীদের অনলাইনে ইমেল মারফত আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ এপ্রিল। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, স্টেটমেন্ট অফ পারপাস-সহ অন্যান্য নথি পাঠানো প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।