NBCC Recruitment 2024

কেন্দ্রীয় সংস্থা এনবিসিসি ইন্ডিয়ায় ৯৩টি শূন্যপদে চাকরির সুযোগ, আবেদনের শেষ দিন কবে?

পদ ভেদে, নিযুক্তদের সর্বোচ্চ বেতনক্রম হবে ৯০,০০০- ২,৪০,০০০ টাকা প্রতি মাসে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৮:৩০
NBCC India Limited

এনবিসিসি ইন্ডিয়া লিমিট‍েড। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি) ইন্ডিয়া লিমিট‍েডে একাধিক পদমর্যাদায় কর্মখালি। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। সমস্ত পদের জন্যই যোগ্য পেশাদার বেছে নেওয়া হবে। আগ্রহীদের এর জন্য আবেদন জানাতে হবে অনলাইনেই।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে জেনারেল ম্যানেজার (স্ট্রাকচারাল ডিজ়াইন-সিভিল), জেনারেল ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ডিজ়াইন), জেনারেল ম্যানেজার (আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং), অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং), অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (ইনভেস্টর রিলেশন্স), ডেপুটি ম্যানেজার (স্ট্রাকচারাল ডিজ়াইন-সিভিল), ম্যানেজার (আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং), প্রজেক্ট ম্যানেজার (স্ট্রাকচারাল ডিজ়াইন-সিভিল), প্রজেক্ট ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ডিজ়াইন), ডেপুটি ম্যানেজার (এইচআরএম), ডেপুটি ম্যানেজার (কোয়ান্টিটি সুপারভাইজ়ার-সিভিল), ডেপুটি ম্যানেজার (কোয়ান্টিটি সুপারভাইজ়ার-ইলেক্ট্রিক্যাল), ডেপুটি প্রজেক্ট ম্যানেজার (স্ট্রাকচারাল ডিজ়াইন-সিভিল), ডেপুটি প্রজেক্ট ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ডিজ়াইন), সিনিয়র এগজ়িকিউটিভ (সিভিল অ্যান্ড ইলেক্ট্রিক্যাল), ম্যানেজমেন্ট ট্রেনি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৯৩। প্রার্থীদের বয়স ২৮ থেকে ৪৯ বছরের মধ্যে হলে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী নিযুক্তদের সর্বোচ্চ বেতনক্রম হবে ৯০,০০০- ২,৪০,০০০ টাকা প্রতি মাসে।

বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে। আগামী ৭ মে আবেদনের শেষ দিন। এর পর বিভিন্ন পদে কম্পিউটার নির্ভর পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে যেতে হবে।

আরও পড়ুন
Advertisement