এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।
একাধিক পদে গবেষণার কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো/সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে কর্মী। তাঁদের গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। জেআরএফ প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক পাবেন। এসআরএফ পাবেন ৪২ হাজার টাকা। রিসার্চ অ্যাসোসিয়েটকে যোগ্যতা অনুযায়ী ৫৮ হাজার, ৬১ হাজার এবং ৬৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে প্রতি মাসে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১০টি। পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ হবে আগামী ১৬ ডিসেম্বর। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। তাই সময়ের আগেই বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার। কী কী নথি প্রয়োজন, তা এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই সরাসরি জানা যাবে। তা ছাড়া রয়েছে সবিস্তার তথ্য ও শর্তাবলিও।