MAKAUT Recruitment 2023

ম্যাকাউটে দু’টি বিভাগে অতিথি শিক্ষক নিয়োগ, কারা আবেদন করতে আরবেন?

আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৫
MAKAUT

ম্যাকাউট। সংগৃহীত ছবি।

মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-এ দু’টি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশনস এবং ইনফরমেশন সায়েন্স বিভাগের (আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট) জন্য এই নিয়োগ। গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে নিয়োগ হবে। শূন্যপদের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। প্রতি মাসে নিযুক্তদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশনস বিভাগে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে বিই/ বিটেক/ বিএস/ এমই/ এমটেক/ এমএস/ ইন্টিগ্রেটেড এমটেক ডিগ্রি কোর্সে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করতে হবে। প্রার্থীদের এমসিএ ডিগ্রি থাকলেও এই পদে আবেদন করতে পারবেন। এ ছাড়া পেশাদারি অভিজ্ঞতা প্রয়োজন। সংশ্লিষ্ট বিষয়গুলিতে প্রার্থীদের পিএইচডি বা নেট/ স্লেট/ সেট/ গেট উত্তীর্ণ হয়ে থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে অন্য বিভাগে আবেদনের জন্যেও নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৫ সেপ্টেম্বর। নিয়োগ পদ্ধতি এবং শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন