মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। সংগৃহীত ছবি।
চাকরির সুযোগ রয়েছে মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। এই মর্মে বৃহস্পতিবার হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, হাসপাতালের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে অস্থায়ী ভাবে, চুক্তির ভিত্তিতে। ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
হাসপাতালের ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়গনোস্টিক ল্যাবরেটরির জন্য এই নিয়োগ হবে রিসার্চ সায়েন্টিস্ট-বি (মেডিক্যাল) পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ হলেও চুক্তির মেয়াদ কত দিন, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
রিসার্চ সায়েন্টিস্ট-বি পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৫৬,০০০ টাকা। এ ছাড়াও অন্যান্য সুযোগসুবিধা মিলবে।
আবেদনকারীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া/ ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া/ ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস/ বিডিএস/ বিভিএসসি অ্যান্ড এএইচ উত্তীর্ণ হতে হবে। যাঁদের বিডিএস বা বিভিএসসি ডিগ্রির পরে এক বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন। মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে বা সশরীরে গিয়ে জমা দিতে হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য উল্লিখিত ওয়েবসাইট থেকে জানা যাবে।