ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থার বিভিন্ন বিভাগে কর্মখালি। ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড (আইআরইএল)-এর তরফে জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ২৯।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের বয়স ২৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
নিযুক্তদের প্রতি মাসে ৪০ হাজার টাকা থেকে শুরু ২ লক্ষ ৬০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁদের কর্মস্থল হবে মুম্বই, ওড়িশা, কেরল, তামিলনাড়ুর দফতরে। উল্লিখিত পদে সরাসরি নিয়োগ করা হবে।
আগ্রহীদের ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ১০ এপ্রিল। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।