ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি-র তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস-এর অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
প্রকল্পের নাম ‘লং শর্টটার্ম মেমোরি বেসড নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচ ফর প্রেডিকশন অফ উইন্টারটাইম ফগ ওভার নর্দার্ন ইন্ডিয়া’। সংশ্লিষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে আগ্রহীদের কম্পিউটার সায়েন্স কিংবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। থাকতে হবে ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর।
এ ছাড়াও পদপ্রার্থীর বৈধ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকতে হবে। তবে পদার্থবিদ্যা, গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরাও আবেদন জানাতে পারবেন। সে ক্ষেত্রে ৬০ শতাংশের বেশি নম্বর এবং গেট উত্তীর্ণ হওয়া আবশ্যক।
প্রতি মাসে নিযুক্ত ব্যক্তিকে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নিযুক্তকে কাজে বহাল থাকতে হবে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত। আগ্রহীদের ইমেল মারফতে আবেদনপত্র জমা দিতে হবে। এ ছাড়াও ডাকযোগে প্রতিষ্ঠানের ঠিকানায় সরাসরি নথি জমা দেওয়া যাবে। ৫ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। মূল বিজ্ঞপ্তিটি দেখে এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে পারেন।