হিন্দুস্তান কপার লিমিটেড। সংগৃহীত ছবি।
কেন্দ্রীয় সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। চিকিৎসকদের জন্য এই সুযোগ। দু’দিন আগেই সংস্থার তরফে সে সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার তিনটি ইউনিটে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগে থেকে আবেদন করতে হবে না প্রার্থীদের।
সংস্থায় নিয়োগ হবে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং ডেন্টিস্ট পদে। মোট শূন্যপদ রয়েছে ন’টি। নিযুক্তদের কর্মস্থল হবে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ডে সংস্থার বিভিন্ন ইউনিটে। পদগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বা ৩৫ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। উভয় পদে নিযুক্তদের বেতনক্রম হবে ৪০,০০০-১,৪০,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি বা এমবিবিএস-এর সঙ্গে পিজি ডিপ্লোমা থাকতে হবে। একইসঙ্গে এমবিবিএস ডিগ্রি লাভের পর এক বছরের ইন্টার্নশিপ এবং এমসিআই/ রাজ্য মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর থাকাও জরুরি। একই ভাবে অন্য পদটির জন্যেও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
পদগুলিতে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২৬ ফেব্রুয়ারি, ২৯ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জয়পুর, রায়পুর এবং কলকাতায় ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউয়ের দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে প্রার্থীদের। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।