NIT Durgapur Recruitment 2023

জুনিয়র রিসার্চ ফেলো নেবে এনআইটি দুর্গাপুর, কোন বিভাগে?

প্রজেক্টি স্পনসর করছে ভারত সরকারের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে মিলবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৪
NIT Durgapur

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

বিশেষ প্রজেক্টের কাজের জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠান জুনিয়র রিসার্চ ফেলো বা সিনিয়র রিসার্চ ফেলো নিযুক্ত করে থাকে। এ বার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুরেও রয়েছে সেই রকমই কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের বায়োটেকনোলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। বিশেষ প্রজেক্টে কাজের জন্য নেওয়া হবে জেআরএফ। কাজের মেয়াদ তিন বছর। প্রজেক্টটির নাম ‘টু ডেভেলপ অ্যা গ্রিন অ্যান্ড সাস্টেনেবেল প্রসেস ফর ব্যাকটেরিয়াল অ্যাসিস্টেড বায়ো-কনভার্সন অফ লিগনিন ইন্টু ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস: অ্যা বায়োরেফিনারি অ্যাপ্রোচ’। প্রজেক্টটি স্পনসর করছে ভারত সরকারের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাসট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে মিলবে।জেআরএফ পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) বি ফার্মা ডিগ্রি থাকা দরকার। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১২ ডিসেম্বর হবে ইন্টারভিউ। ওই দিন সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রার্থীদের বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে মেল করতে হবে। ১০ ডিসেম্বর আবেদনপত্র মেল করার শেষ দিন। কী কী নথি প্রয়োজন এবং এই বিষয়ে বিস্তারিত জানতে প্রথমে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকেই বিস্তারিত তথ্য জানা যাবে।

Advertisement
আরও পড়ুন