Central Bank Recruitment 2024

তিন হাজার শূন্যপদে শিক্ষানবিশ নেবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রইল বিস্তারিত

এক বছর থাকবে শিক্ষানবিশ পদে কাজের মেয়াদ। প্রতি মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২৪ ১৮:২৭
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

কাজ শেখা-সহ চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ ব্যাঙ্ক। সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

শিক্ষানবিশ নেওয়া হবে। ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে মোট তিন হাজার শূন্যপদ নিয়োগ করা হবে। এক বছর থাকবে শিক্ষানবিশ পদে কাজের মেয়াদ। প্রতি মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। শিক্ষানবিশদের কলকাতা, দিল্লি, মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ, বিহার, গুজরাত, গোয়া-সহ অন্য রাজ্যে কাজ করতে হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি যাঁরা ১ এপ্রিল ’৯৬ থেকে ৩১ মার্চ ’২০০৪ সময়সীমার মধ্যে জন্ম নিয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ মার্চ ’২৪। এর পর আবেদনকারীদের পরীক্ষা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ মার্চ অনলাইনে পরীক্ষা হতে পারে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সেন্ট্রাল ব্যাংঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

আরও পড়ুন
Advertisement