BECIL Jobs

কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন বিভাগে কর্মখালি, বিজ্ঞপ্তি প্রকাশ করল বেসিল

মোট সাতটি বিভাগে ১৬ জনকে নিয়োগ করা হবে। কাজের জন্য প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক মিলতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৪:৩১
AICTE.

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। ছবি: সংগৃহীত।

গ্রাফিক ডিজ়াইনার-সহ বিভিন্ন পদে কর্মখালি। এই বিষয়ে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে বিশদ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত ব্যক্তিদের অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনে কাজ করতে হবে। মোট শূন্যপদ ১৬।

Advertisement

গ্রাফিক ডিজ়াইনার পদে ডিজ়াইন, ফাইন আর্টস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক ৬০,০০০ টাকা। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

সিনিয়র ডেটা অ্যানালিস্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সফট্অয়্যার ডেভেলপার হিসাবে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। কাজের নিরিখে তিন থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। নিযুক্তরা প্রতি মাসে পাবেন ৬৬,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা। বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

হার্ডঅয়্যার সাপোর্ট টেকনিশিয়ান এবং সিনিয়র হার্ডঅয়্যার সাপোর্ট টেকনিশিয়ান পদে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৩,০০০ টাকা থেকে ৫৭,০০০ টাকা ধার্য করা হয়েছে। বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

ডেটা এন্ট্রি অপারেটর পদে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের অন্তত ৩৫টি ইংরেজি শব্দ অথবা ৩০টি হিন্দি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকা চাই। এই কাজে অনূর্ধ্ব ৩০ বছর বয়সিদের বেছে নেওয়া হবে। তবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই পদের জন্য কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে, সেই সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।

ডাকযোগে আগ্রহীরা আবেদন জানাতে পারেন। এর জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। আবেদনের শেষ দিন ৭ নভেম্বর।

Advertisement
আরও পড়ুন