BOB Recruitment 2023

২৫০টি শূন্যপদে ব্যাঙ্ক অফ বরোদায় কাজের সুযোগ, কোন পদে নিয়োগ?

আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ ১৬:৪০
ব্যাঙ্ক অফ বরোদা।

ব্যাঙ্ক অফ বরোদা। ছবি: সংগৃহীত।

ব্যাঙ্ক অফ বরোদায় রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিনিয়র ম্যানেজার এমএসএমই রিলেশনশিপ পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২৫০টি। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত আট বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রথমে কাজের মেয়াদ হবে এক বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ২৬ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন