প্রতীকী ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রশিক্ষণের সুযোগ। এই মর্মে নর্দার্ন কোলফিল্ড লিমিটেডের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, টেকনিশিয়ান হিসাবে নিযুক্তদের এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। মোট শূন্যপদ ২০০টি।
উল্লিখিত পদের জন্য দশম উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান এবং ওয়েল্ডার ট্রেডে প্রশিক্ষিত হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ভাতা হিসাবে প্রতি দিন ১,৫৮৩.৩২ টাকা দেওয়া হবে।
প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)-র মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য অনলাইনে প্রার্থীদের আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।
১০ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তবে, কবে পরীক্ষা নেওয়া হবে এবং ফলাফল ঘোষণার দিন সম্পর্কিত তথ্য জেনে নিতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।