NRS Recruitment 2025

নীলরতন সরকার হাসপাতালে জেআরএফ প্রয়োজন, আবেদনের সুযোগ পাবেন কারা?

ইমেল মারফত আগ্রহীদের আবেদন জানাতে হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১২:০০
Nil Ratan Sarkar Medical College and Hospital.

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি হাসপাতালে কাজের সুযোগ। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালের ইউরোলজি বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) প্রয়োজন। শূন্যপদ একটি।

Advertisement

সংশ্লিষ্ট কাজের জন্য লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। পাশাপাশি, ডেটা অ্যানালিসিস, ক্লিনিক্যাল ট্রায়াল কো-অর্ডিনেশন সংক্রান্ত কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রাথমিক ভাবে এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। পরবর্তী কালে কাজের নিরিখে ওই মেয়াদ তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

আগ্রহীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনের ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিযুক্ত ব্যক্তি প্রথম দু’বছর প্রতি মাসে ২৫,০০০ টাকা এবং তৃতীয় বছরে ৩০,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। তাঁকে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি-র অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।

হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ২৫ এপ্রিল। এই বিষয়ে আরও জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন