West Bengal Assembly Election 2021

WB Election Results: কেন এমন ফল, প্রশ্ন অমিত শাহের, জানালেন কৈলাস বিজয়বর্গীয়

টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের পিছিয়ে থাকা ঘটনাকে ‘আশ্চর্যজনক’ বলেছেন কৈলাস।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৪:৫৬
অমিত শাহ।

অমিত শাহ। নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপি-র বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন অমিত শাহ। রবিবার দুপুরে এ কথা জানালেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কার্যত ভোট গণনাপর্বের মধ্যেই কৈলাস মেনে নিয়েছেন বিধানসভা ভোটে বিজেপি-র ভরাডুবি হয়েছে।

পাশাপাশি, টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের পিছিয়ে থাকার ঘটনাকে ‘আশ্চর্যজনক’ বলেন কৈলাস। তিনি জানান, ভোটের পূর্ণাঙ্গ ফল মেলার পর বিজেপি নেতৃত্বের তরফে পর্যালোচনা করা হবে।

Advertisement

বিধানসভা ভোটের প্রচারপর্বে রাজ্যে এসে একাধিক বার ২০০ আসনে জেতার দাবি করেছেন বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। কিন্তু ভোটগণনার গতিপ্রকৃতির ইঙ্গিত, ১০০ আসনেও জিততে পারবে না পদ্ম-শিবির। যদিও ৩ বছর আগে লোকসভা ভোটে অনেকটাই হিসেব মিলিয়েছিলেন শাহ। সে বার রাজ্যের ৪২টি লোকসভা আসনের অর্ধেক আসনে জেতার দাবি করেছিলেন তিনি। বিজেপি জিতেছিল ১৮টিতে। হিসেব মেলার সম্ভাবনা কম এ বার নীল বাড়ির লড়াইয়ে।

Advertisement
আরও পড়ুন