West Bengal Assembly Election 2021

এ বার লালার ডায়েরি নিয়ে মাঠে নামব, হুমকি শুভেন্দুর, গোল দিতে জানি, বললেন রাজীব

রবিবার বাবুল সুপ্রিয় আসানসোলে নতুন স্লোগান তুলেছিলেন, ‘কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভাইপো যাবে শ্রীঘরে’। শুভেন্দুর মুখেও শোনা গেল একই স্লোগান।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
সাহাগঞ্জ শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৬
সাহগঞ্জের সভায় শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

সাহগঞ্জের সভায় শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —নিজস্ব চিত্র

প্রকাশ্য জনসভায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, ব্যাঙ্ককের ব্যাঙ্কে টাকা জমা করিয়েছেন। একটি রসিদও দেখিয়েছিলেন। এ বার গরুপাচারে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ডায়েরি নিয়ে ময়দানে নামার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার সাহাগঞ্জের ডানলপ মাঠে প্রধানমন্ত্রী মোদীর সভামঞ্চ থেকে এই হুমকির পাশাপাশি ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলে তোপ দেগেছেন ওই বিজেপি নেতা। তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া আর নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও ওই মঞ্চ থেকে তোপ দেগেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে। মমতার ‘একুশে একটা খেলা হবে’ মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছেন, ‘‘আমরাও গোল দিতে জানি।’’

রবিবারই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস ধরিয়েছে সিবিআই। সোমবার অভিষেকের শ্যালিকার বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তার কিছু ক্ষণের মধ্যেই ডানলপের সভা থেকে আরও দুর্নীতির অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘শুধু তাইল্যান্ডের ব্যাঙ্কের রসিদ দেখিয়েছিলাম। এ বারে লালার ডায়েরি নিয়ে মাঠে নামব। তৃণমূল সাবধান।’’

Advertisement

একই সঙ্গে তাঁর কটাক্ষ, ‘‘এখন আর ‘দুয়ারে সরকার’ বলছে না, বলছে ‘দুয়ারে সিবিআই’।’’ রবিবার বাবুল সুপ্রিয় আসানসোলে নতুন স্লোগান তুলেছিলেন, ‘কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভাইপো যাবে শ্রীঘরে’। সোমবার শুভেন্দুর মুখেও শোনা গিয়েছে একই স্লোগান।

ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত করে শুভেন্দু এ দিন বলেন, ‘‘মিনি পাকিস্তান বলা মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শী হাকিম কে? চেতলায় তাঁর চার চারটে ফ্ল্যাট।’’ বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই ‘তোলাবাজ ভাইপো’ বলে অভিষেকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে আসছিলেন শুভেন্দু। তাঁর পাশপাশি এ বার ফিরহাদকেও দুর্নীতির কাঠগড়ায় তুললেন তিনি।

রবিবার মমতা ‘ভাষা দিবস’ পালনের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘একুশে একটা খেলা হবে। চ্যালেঞ্জ গ্রহণ করছি, দেখি কার জোর কত! আমি গোলরক্ষক। দেখি কে জেতে, কে হারে।’’ তার প্রেক্ষিতে সোমবার রাজীব ডানলপের মঞ্চ থেকে বলেন, ‘‘আমরাও গোল দিতে জানি।’’

আরও পড়ুন
Advertisement