Mamata Banerjee

Bengal Polls: প্রচারে তোপ: ‘আমপানের সময় বিজেপি কোথায় ছিল’, সোনারপুরের জনসভায় মমতা

মমতা বলেন, “আমি যে দিন সোনারপুরে দাঁড়িয়েছিলাম কিছু ছিল না। আস্তে আস্তে অনেক উন্নয়ন করেছি। রাস্তা, ফ্লাইওভার, স্টেশন অনেক উন্নয়ন করেছি।”

Advertisement
নিজস্ব সংবাদদাতা
সোনারপুর শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১৫:৫৫
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার ২৪ ঘণ্টার মধ্যে সোনারপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর কেন্দ্র থেকে এ বারের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। সোনারপুরের আগে হুগলির পুরশুড়ায় জনসভা করেছেন তিনি। তার পর বারুইপুরে জনসভা করেন। পুরশুড়া থেকে বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বিজেপি-কে জঘন্য রাজনৈতিক দল বলে কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ওই জনসভা থেকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। সোনারপুরে ভোট রয়েছে চতুর্থ দফায়। আগামী ১০ এপ্রিল ভোট হবে চতুর্থ দফায়।

কী বললেন মমতা—

Advertisement

• ওরা (বিজেপি) কখনও কখনও বলে বাঙালিদের মেরুদণ্ড ভেঙে দেব। আমি বলি, এত সহজ নয়।

• আমপানের সময় বিজেপি কোথায় ছিল।

• টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি।

• প্রতি দিন পুলিশ অফিসার বদল করা হচ্ছে।

• ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে বিজেপি।

• মনের জোরে বাংলা জয় করতে বেরিয়েছি।

• আগে একটা করে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, নরেন্দ্র মোদী সেটাও কেড়ে নিয়েছে।

• আমি শিক্ষাশ্রী করে দিয়েছি।

• কত রাস্তা তৈরি হয়েছে, কত ব্রিজ তৈরি হয়েছে এখানে।

• আমি যে দিন সোনারপুরে দাঁড়িয়েছিলাম কিছু ছিল না। আস্তে আস্তে অনেক উন্নয়ন করেছি। রাস্তা, ফ্লাইওভার, স্টেশন অনেক উন্নয়ন করেছি।

• সারা দেশে বিজেপি-র যত মন্ত্রী আছে, যত অপদার্থ মন্ত্রী আছে, যত দুর্যোধন আছে, যত রাবণ আছে সব কটা বাংলায় এসে বসে আছেন। কেন বসে আছেন? বাংলা ওঁদের চাই।

আরও পড়ুন
Advertisement