Lok Sabha Election 2024

উত্তর থেকে দক্ষিণে নামবে বাংলার ভোট, সাত দফার কবে আপনার আসনে ভোটগ্রহণ? রইল তালিকা

গোটা দেশে ১৮তম লোকসভা নির্বাচন শুরু হবে সাত দফায়। এই সাত দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ১৬:৪৪
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

বেজে গেল ভোটের বাদ্যি। শনিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন। গোটা দেশে ১৮তম লোকসভা নির্বাচন শুরু হবে সাত দফায়। এই সাত দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে। সেই সঙ্গে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। শনিবার উপনির্বাচনের তারিখ ঘোষণা করল কমিশন। পশ্চিমবঙ্গের মালদহের ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগনার বরাহনগরে উপনির্বাচন হবে।

Advertisement

ভগবানগোলায় উপনির্বাচন হবে তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে। আর সপ্তম দফায় অর্থাৎ ১ জুন উপনির্বাচন হবে বরাহনগরে।

গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

কোন দফায় কোথায় ভোট

প্রথম দফা ১৯ এপ্রিল— কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

দ্বিতীয় দফা ২৬ এপ্রিল— রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং

তৃতীয় দফা ৭ মে— মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর

চতুর্থ দফা ১৩ মে— বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল

পঞ্চম দফা ২০ মে— শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া উলুবেরিয়া, আরামবাগ

ষষ্ঠ দফা ২৫ মে— পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝারগ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর

সপ্তম দফা ১ জুন— উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম

লোকসভা নির্বাচনের ভোটগণনা হবে ৪ জুন। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement