Sandeshkhali Incident

আবার উত্তপ্ত সন্দেশখালি, বিক্ষোভকারী মহিলাদের টেনে তুলে দিল পুলিশ! আটক তিন

ভোটের দিনে আবার উত্তপ্ত হল সন্দেশখালি। মহিলাদের বিক্ষোভ দমাতে পুলিশি ধরপাকড় ঘিরে উত্তেজনা ছড়াল বেড়মজুর এলাকায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ২০:০১

—নিজস্ব চিত্র।

ভোটের দিনে আবার উত্তপ্ত হল সন্দেশখালি। মহিলাদের বিক্ষোভ দমাতে পুলিশি ধরপাকড় ঘিরে উত্তেজনা ছড়াল বেড়মজুর এলাকায়। অভিযোগ, টেনেহিঁচড়ে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছে বিক্ষোভকারীদের। তিন জনকে আটকও করা হয়েছে।

Advertisement

গত ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালিতে শাহজাহান শেখ ও তাঁর শাগরেদদের গ্রেফতারির দাবিতে প্রায় রোজই ঝাঁটা হাতে টায়ার জ্বালিয়ে মহিলাদের বিক্ষোভের ছবি দেখা যেত। সাম্প্রতিক কালে ‘স্টিং ভিডিয়োকাণ্ড’ নিয়ে হইচই এবং তার অব্যহিত পরেই সন্দেখালির একাধিক মহিলার ‘ধর্ষণের মিথ্যে অভিযোগ’ সংক্রান্ত দাবি ঘিরে বিতর্কের মধ্যে সেই সব প্রতিবাদ-বিক্ষোভের ছবি কার্যত উধাও হয়ে গিয়েছিল। সোমবার ভোটের দিনে সেই ছবি আবার দেখা গেল। বেড়মজুরের কাঠপোল বাজারে বিক্ষোভ দেখান বেশ কয়েক জন মহিলা। রবিবার সন্দেশখালিতে তৃণমূলের নেতা-কর্মীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় গীতা বর নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সেই গ্রেফতারির প্রতিবাদে তাঁরা রাস্তায় নামেন। দু’ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পরেই পুলিশ এসে বিক্ষোভকারীদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা নামতেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় ধরপাকড়। বিক্ষোভকারীদের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার প্রতিবাদে বিক্ষোভ দেখালে তা-ও বেআইনি ভাবে দমন করতে চাইছে পুলিশ।

জেলিয়াখালি এলাকায় ছিনতাইয়ের অভিযোগে বিজেপির কর্মী-সমর্থকদের বেআইনি ভাবে গ্রেফতার করা হচ্ছে, এই অভিযোগ তুলে রবিবার সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। নেতৃত্বে ছিলেন বসিরহাটের দলীয় প্রার্থী রেখা পাত্র। এর ঠিক পরেই বিজেপির কর্মী-সমর্থকদের একটি অংশ তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে চড়াও হন। রাস্তায় ফেলে মারধর করেন স্থানীয় এক তৃণমূল কর্মীকে। ঘটনাস্থলেই ছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। সেই ঘটনার পর রাতে থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ। সেই অভিযোগের ভিত্তিতে গীতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা।

দিলীপ-সহ পাঁচ জনের বিরুদ্ধে বিজেপির কয়েক জন মহিলাও সন্দেশখালি থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন রবিবার রাতে। তাঁদের অভিযোগ ছিল, তাঁরা যখন সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় তৃণমূলের কিছু কর্মী-সমর্থক বিক্ষোভকারীদের উদ্দেশে কটূক্তি করেন এবং মহিলাদের ধরে টানাহ্যাঁচড়া করেন। তাই কয়েক জন ক্ষিপ্ত হয়ে দিলীপের বাড়িতে চড়াও হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement