Mamata Banerjee In Kalchini

মোদী-শাহদের মুখোমুখি বিতর্কসভায় আহ্বান মমতার! বললেন, কে মিথ্যা কথা বলছে প্রমাণ হয়ে যাবে

১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের তিন জেলা— জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ভোটের প্রচারে সেই উত্তরবঙ্গেই এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৫:৫৪

—ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৫:০৯ key status

মোদী-শাহদের বিতর্কসভায় আহ্বান করলেন মমতা

অমিত শাহ দিন কয়েক আগেই বালুরঘাটে প্রচারে এসে বলেছিলেন, ‘‘মমতাদিদি সিএএ নিয়ে মানুষকে বিপথে চালিত করছেন। অসত্য বলছেন। শুক্রবার মমতা তার জবাব দিলেন। নাম না করে শাহ, মোদীর মতো বিজেপির শীর্ষনেতাদের বললেন,  ‘‘তোমরা এসো না আমার সঙ্গে কোনও টিভির বিতর্কসভায় বোসো। মুখোমুখি আলোচনা করব। তার পরে জনতা ঠিক করবে কে মিথ্যা কথা বলেছে।’’ 

প্রসঙ্গত এর আগে বিজেপির নেতাদের বিতর্কে আহ্বান করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার মমতাও সেই একই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বকে। 

timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৪:৩৩ key status

বুথে জুলুম হলে মা-বোনেদের বসিয়ে দেবেন: মমতা

মমতা বললেন, ‘‘ভোটের বুথে জুলুম করলে, অত্যাচার করলে, মা-বোনেদের বসিয়ে দেবেন। ওরা রান্না করে, বাড়ির কাজ করে, সব পারবে।’’ 

Advertisement
timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৪:২৮ key status

বিজেপিকে বিতর্কসভায় আহ্বান মমতার

নাগরিক সংশোধনী আইন সিএএ নিয়ে বিজেপির শীর্ষনেতাদের বিতর্কসভায় আহ্বান জানালেন মমতা। বললেন, মুখোমুখি এসে বসো দেখি! কে মিথ্যা কথা বলছে জনতা বিচার করবে। 

timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৪:২৬ key status

বিজেপির ‘এই বার ৪০০ পার’ স্লোগানকে কটাক্ষ মমতার

বিজেপির ‘এই বার ৪০০ পার’ স্লোগানকে কটাক্ষ করে মমতা বললেন, ‘‘৪০০ পার কেন? বল ৪২০ পার করো। তবে না কেন্দ্রে ৪২০-র সরকার তৈরি হবে।’’

Advertisement
timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৪:২৩ key status

ভাঙা গলায় হিন্দিতে বক্তৃতা মমতার

পর পর প্রচারের সভা করছেন। গলা ভেঙে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতার। তবে সেই ভাঙা গলাতেই বক্তৃতা চলছে। গলার স্বর নামছে না। আলিপুরদুয়ারের কালচিনিতে হিন্দিভাষী মানুষ বেশি। তাই পুরো বক্তৃতা হিন্দিতেই দিচ্ছেন মমতা।

timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৪:১৯ key status

মোদী পাঁচটা চা-বাগান খুলবে বলেছিল, খুলেছে? প্রশ্ন মমতার

মোদী পাঁচটা চা-বাগান খুলবে বলেছিল দুটোও খুলতে পারেনি। আমার সরকার ৫৯টা চা-বাগান বানিয়েছে, বললেন মমতা। 

Advertisement
timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৪:১৫ key status

ভিক্ষা চাইলে জনতার থেকে চাইব, দিল্লির থেকে নয়: মমতা

মমতা বললেন, ‘‘ভিক্ষা চাইলে আমি জনতার থেকে চাইব। দিল্লির কাছে হাত পাতব না। কারণ মোদীর গ্যারান্টির কোনও ভরসা নেই। মোদীর গ্যারান্টি গ্যারান্টিই নয়। ’’

timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৪:১১ key status

উত্তরবঙ্গের দ্বিতীয় সভা শুরু মমতার

আলিপুরদুয়ারের কালচিনিতে উত্তরবঙ্গের দ্বিতীয় সভা শুরু মমতার। বললেন, ‘‘আমি আপনাদের ঘরের লোক। ডাকলেই পাবেন। না ডাকলেও পাবেন। ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন