Lok Sabha Election 2024

অনেক বুথে বসতে পারেনি এজেন্ট, হিসেব বিজেপির

তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, “বিজেপির অনেক এলাকায় কোনও সংগঠন নেই।

Advertisement
নমিতেশ ঘোষ
কোচবিহার শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০৯:৪৩
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

লোকসভা নির্বাচনে কোচবিহারের বেশ কিছু আসনে ‘পোলিং এজেন্ট’ দিতে পারেনি বিজেপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুধু দিনহাটাতেই ষাটটির বেশি বুথে বিজেপির ‘পোলিং এজেন্ট’ ছিলেন না। সবমিলিয়ে কোচবিহার লোকসভা আসনে সেই সংখ্যা দেড় শতাধিক। তাতে কি বিজেপির কোনও লোকসান হবে? তা নিয়েই চলছে হিসেব। বিজেপির দাবি, সংখ্যালঘু অধ্যুষিত কিছু এলাকায় তৃণমূলের সংগঠন মজবুত রয়েছে। সেখানে ভয় দেখিয়ে বিজেপির ‘পোলিং এজেন্ট’ বসতে দেওয়া হয়নি। তাতে কোনও ক্ষতির সম্ভাবনা নেই। তৃণমূলের দাবি, অনেক গ্রামেই বিজেপির কোনও সংগঠন নেই। সেখানে ‘পোলিং এজেন্ট’ খুঁজে পায়নি তারা। এ বারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট হয়েছে। স্বাভাবিক ভাবেই সন্ত্রাস বা ভয়ের প্রশ্ন নেই।

Advertisement

তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, “বিজেপির অনেক এলাকায় কোনও সংগঠন নেই। অনেক চেষ্টা করেও সেখানে লোক খুঁজে পায়নি তারা। তাই পোলিং এজেন্ট দিতে পারেনি। নির্বাচনে কোথাও কোনও সন্ত্রাসের পরিস্থিতি নেই।”

বিজেপির কোচবিহার জেলার সভাপতি সুকুমার রায় বলেন, "নির্দিষ্ট কিছু এলাকায় আমাদের পোলিং এজেন্ট বসতে দেওয়া হয়নি। তাতে কোনও লাভ হবে না। কারণ সেই সব এলাকা ছেড়ে দিয়েই আমরা বহু ভোটে জয়ী হবো। আর তৃণমূলও বেশ কিছু বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি।"

বিজেপির কোচবিহার জেলা সহ সভানেত্রী দীপা চক্রবর্তী বলেন, “সর্বত্রই পোলিং এজেন্ট দেওয়া হয়। তৃণমূল কয়েক জায়গায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে আমাদের এজেন্টদের ঢুকতে দেয়নি।”

আরও পড়ুন
Advertisement