বহরমপুরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
বাংলায় ২৬ হাজার মানুষের চাকরি ওরা খেয়ে নিয়েছে। চাকরি দেওয়ার ক্ষমতা নেই। চাকরি খেয়ে নিচ্ছে। আমার কাছে সরকারে এখনও ১০ লক্ষ চাকরি পড়ে আছে। চাকরি দিতে গেলেই কোনও না কোনও এজেন্সি পাঠিয়ে আটকে দিচ্ছে। ওদের একটা ভোটও দেবেন না।
বহরমপুরের সভা থেকে বিজেপিকে বিদায় দেওয়ার ডাক দিলেন মমতা। বলেন, ‘‘বিজেপিকে কেউ একটি ভোটও দেবেন না। ওরা বাংলাকে বঞ্চনা করে। বাংলায় টাকা দেয় না। ওরা ২৬ হাজার মানুষের চাকরি খেয়ে নিয়েছে।’’
নির্বাচন কমিশনের ভোট শতাংশের হিসাব নিয়ে সন্দেহ প্রকাশ করে মমতা বলেন, ‘‘রাতে গণনাকেন্দ্রে ঢুকে তালা ভেঙে মেশিন বদলে দিচ্ছে। যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে, সেখানকার ইভিএম এখানে ঢুকিয়ে দিচ্ছে। এটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধছে। আমি কাউকে দোষ দিচ্ছি না। কমিশনের কাছে আমার অনুরোধ, গণতন্ত্রের নিরাপত্তা বজায় রাখুন মানুষের স্বার্থে। মানুষের এই প্রশ্নের উত্তর দিন।’’
ভোটের হারের যে পরিসংখ্যান নির্বাচন কমিশন প্রকাশ করেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। অভিযোগ, বিজেপি যেখানে কম ভোট পেয়েছে, সেখানে ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে। ৫.৭৫ শতাংশ ভোট আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে কমিশনের হিসাবে। মমতার দাবি, ইভিএম মেশিন পাল্টে দিচ্ছে বিজেপি। দেশের সব বিরোধী দলের উদ্দেশে তিনি অনুরোধ করেছেন ইভিএম মেশিনের হিসাব রাখতে, খেয়াল রাখতে। তিনি বলেন, ‘‘দেশে ১৯ লক্ষ ইভিএমের খোঁজ নেই। সেগুলি বিজেপি এখন কাজে লাগাচ্ছে। আমি কমিশনের কাছ থেকে ইভিএমের সংখ্যা, ভোটারের সংখ্যা জানতে চাই। সব বিরোধী দলের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত এবং প্রশ্ন তোলা উচিত।’’
মুর্শিদাবাদের বাম প্রার্থী মহম্মদ সেলিমকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘মুর্শিদাবাদে সেলিম দাঁড়িয়েছেন সংখ্যালঘু ভোট কাটার জন্য। অধীর, সেলিম দু’জনেই চান সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করতে।’’
বহরমপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সভাকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘পরশু বিজেপির সভাপতি নড্ডা এলেন এখানে। অধীরের নামও মুখে আনলেন না। আসলে বিজেপির সবচেয়ে বড় সমর্থক অধীর। ভেবেও আমার লজ্জা হয়। এ বার আর ওঁকে ভোট দেবেন না।’’
বহরমপুরে গিয়ে অধীর চৌধুরীর নাম না করে মমতা বলেন, ‘‘ওঁর নাম বলতে আমার ভাল লাগে না। ‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি। সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন, সন্ধ্যায় নিজের পা ধরেন। লোকসভায় উনি বিরোধী দলনেতা। নেতা তো মানুষের ছাতা। উনি ছাতা হয়ে কোন কাজ করেছেন?’’
মুর্শিদাবাদের বড়ঞায় ডাকবাংলো কিসান মান্ডির মাঠে বুধবার সভা করছেন মমতা। তাঁর সভাকে কেন্দ্র করে জনসমাগম হয়েছে মাঠে।
বহরমপুরে অধীর চৌধুরীর গড়ে প্রচার করতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে প্রচার করছেন তিনি।