Dilip Ghosh

রাতে থানা জ্যাম করে দেব! পুলিশকে ফের হুঁশিয়ারি দিলীপের, শান্তির বার্তা দিতে ওড়ালেন পায়রাও

পুলিশকে মারধর, বিবস্ত্র করার নিদান দেওয়ার পর এ বার রাতে থানা ‘জ্যাম’ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পর ক্ষণেই তাঁর মুখে আবার শান্তির বার্তা!

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মে ২০২৪ ১৫:৩৫
পায়রা ওড়াচ্ছেন দিলীপ ঘোষ।

পায়রা ওড়াচ্ছেন দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।

বিরামই নেই তাঁর মুখে! পুলিশকে মারধর, বিবস্ত্র করার নিদান দেওয়ার পর এ বার রাতে থানা ‘জ্যাম’ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পর ক্ষণেই তাঁর মুখে আবার শান্তির বার্তা! পায়রা উড়িয়ে শাসকদলকে সেই বার্তা দিতে চাইলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাঁর কথায়, ‘‘এক জন পায়রা নিয়ে এসেছিল। ওড়ালাম। টিএমসি-র লোকেদের বুঝিয়ে দিলাম, শান্তিতে ভোট করো। যারা বোঝার বুঝে গিয়েছে।’’

Advertisement

বর্ধমান থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবারই পুলিশকে নিশানা করেছিলেন দিলীপ। বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাসের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। শুক্রবারও পূর্ব বর্ধমানের রায়নগর এলাকায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, ‘‘পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায়, তা হলে শুধু মুখে বলব না, থানা জ্যাম করে দেব গোটা রাত। ওরা ওদের কাজ করবে। আমরা আমাদের কাজ করব। কিন্তু ওরা যদি রাজনীতি করতে আসে, তা হলে ওদের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবিলা করব।’’

তৃণমূলকেও নিশানা করেছেন দিলীপ। বলেছেন, ‘‘ভোটের দিনে যা করার তা-ই করব। এখানে অনেক ছোট ছোট নেতা দাপিয়ে বেড়াচ্ছে। টিএমসি ভয় দেখাচ্ছে, এতে এখানকার লোকেরা হাসাহাসি করছে। যারা ভোট করাত দাঁড়িয়ে থেকে, তাদের বাড়িতে ঢুকিয়ে দেব। বেশি বাড়াবাড়ি করলে বড় বাড়িতে পাঠিয়ে দেব।’’ পাল্টা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘উনি তো খেলার আগেই গোল খেয়ে বসে আছেন। তাই যা খুশি বলছেন। আমরা কমিশনের কাছে দাবি করছি, দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’’

রায়নগরে চা-চক্রের পরে প্রচারে বেরোন দিলীপ। সেই সময়েই স্থানীয় এক বিজেপি কর্মী তাঁর সামনে কতগুলি পায়রা নিয়ে আসেন। পায়রাগুলিকে উড়িয়ে দেওয়ার অনুরোধ করেন দিলীপের কাছে। দিলীপও তাতে রাজি হন। প্রশ্ন করেন, কোনও বিশেষ তিথি রয়েছে কি না। এর পরেই বিজেপি নেতা শ্যামল রায়ের উদ্দেশে দিলীপ বলেন, ‘‘সিপিএমের লোকেরা পায়রা ছাড়ত। লোকে ওদেরকেই ছেড়ে দিয়েছে।’’ এ কথা বলেই পায়রা উড়িয়ে দেন দিলীপ। পরে অনুগামীদের উদ্দেশে বিজেপি প্রার্থী বলেন, ‘‘আমরা কাউকে খাওয়াই না। লোকে এমনিই ভোট দেয়। যারা খাওয়াত, তারা এখন জেলের ভাত খায়।’’

Advertisement
আরও পড়ুন