CPM TMC

যাদবপুরে সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, লোকজন নিয়ে তাড়া প্রার্থী সৃজনের

ঘটনার খবর পেয়ে গাঙ্গুলিবাগানে পৌঁছয় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশও টহল দিচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ১৭:০৮
CPM TMC clash at Gangulybagan in Jadavpur Lok Sabha

সৃজন ভট্টাচার্য। —ফাইল চিত্র।

পাটুলির পর গাঙ্গুলিবাগান। আবার যাদবপুরে সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শাসকদল যদিও অভিযোগ অস্বীকার করেছে। সিপিএমের দাবি, তৃণমূলের আক্রমণে তাদের তিন কর্মী আহত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই প্রবীণ। আহত তিন সিপিএম কর্মীর নাম শক্তি সাহা, প্রণব দাস এবং অজিত সেন।

Advertisement

শুক্রবার এই ঘটনার খবর পেয়ে গাঙ্গুলিবাগান এলাকায় পৌঁছন যাদবপুর লোকসভার সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজনের বক্তব্য, ‘‘আমরা এলাকার মানুষকে জড়ো করে ওদের ধাওয়া করেছিলাম। কিন্তু ওরা পালিয়ে গিয়েছে।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘তৃণমূল হারবে জেনেই ভোটের আগে হামলা করছে। ওরা ভয় পেয়েছে বলেই আমাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু এ সবে লাভ হবে না। ওদের দৌড় করিয়ে ছাড়ব।’’

পাল্টা তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘‘যাদবপুরে সিপিএমের লড়াই তৃতীয় থেকে দ্বিতীয় হওয়ার জন্য। ওদের মেরে তৃণমূল কেন সময় নষ্ট করবে! ওরা প্রচার পেতে এগুলো করছে।’’ ঘটনার খবর পেয়ে গাঙ্গুলিবাগানে পৌঁছয় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশও টহল দিচ্ছে। এর আগে পাটুলিতে এক ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এ বার গাঙ্গুলিবাগান।

আরও পড়ুন
Advertisement