মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে জল্পনা তুঙ্গে
Lok Sabha Election 2024

মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে জল্পনা তুঙ্গে, প্রার্থী স্থির হয়নি, চিন্তা বাম শিবিরে

জেলার বাকি দু’টি লোকসভা আসনে কংগ্রেস বা বামেদের হয়ে দেওয়াল লিখন হচ্ছে না। তার কারণ, আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্তের অভাব।

Advertisement
সামসুদ্দিন বিশ্বাস
বহরমপুর শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৪ ০৯:২৬
—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

লোকসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা না হলেও বিজেপি এবং তৃণমূলের পরে এ বারে বামেরাও প্রথম দফার প্রার্থী ঘোষণা করে দিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বামেরা রাজ্যের ১৬টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। তাতে নাম নেই মুর্শিদাবাদ জেলার কোনও লোকসভা কেন্দ্রের। তবে যে ১৬টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে তাতে কোথাও নাম নেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরও। যার ফলে মহম্মদ সেলিমের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার জল্পনা এখনও রয়েই গেল।

Advertisement

পাশাপাশি চিন্তার কথাও রয়েছে। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা না হলেও বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস কর্মীদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হয়ে দেওয়াল লিখন করতে দেখা গিয়েছে। কিন্তু জেলার বাকি দু’টি লোকসভা আসনে কংগ্রেস বা বামেদের হয়ে দেওয়াল লিখন হচ্ছে না। তার কারণ, আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্তের অভাব। যে কারণে, বামেদের নিচুতলার কর্মীরা বলছেন, অন্য দল যখন জোরদার প্রচারে নেমে গিয়েছে, সেখানে তাঁরা অনেকটাই পিছিয়ে যাচ্ছেন। শুধু দেওয়াল লিখন নয়। এই গরমে ছোট ছোট দল করে প্রার্থীর হয়ে ভোট চাইতে বিভিন্ন মহল্লায় মহল্লায় যাওয়া শুরু করে দিয়েছে বিজেপি ও তৃণমূল। বামেরা সেখানেও পিছিয়ে পড়েছে।

সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘‘প্রার্থী ঘোষণা রাজ্য থেকে হবে। আশা করছি দু'তিন দিনের মধ্যে দলের প্রার্থী ঘোষণা হবে।’’ তাঁর দাবি, ‘‘প্রার্থী ঘোষণা হলে প্রার্থীরা প্রচারে যেতে পারতেন ঠিকই। তবে আমাদের নেতা-কর্মীরা এলাকায় কাজ করছেন, প্রচার করছেন।’’
এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তবে সেই আলোচনা কতটা ফলপ্রসু হবে এখনই বলা যাচ্ছে না। আদৌ কি বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হবে? উত্তরে জামির বলেন, ‘‘ওদের সঙ্গে জোট হবে কি না, ক’টি আসনে প্রার্থী দেওয়া হবে সে সব বিষয় মহম্মদ সেলিম (দলের রাজ্য সম্পাদক) এবং অধীর চৌধুরী (প্রদেশ কংগ্রেস সভাপতি) ঠিক করবেন।’’

তবে জেলা তৃণমূল নেতা অশোক দাস বলেন, ‘‘২০১১ সালের নির্বাচনের পর থেকেই সিপিএম এ রাজ্য থেকে মুছে গিয়েছে। তাঁদের এখন দূরবীন দিয়ে দেখতে হয়। ওরা প্রার্থী খুঁজে পাচ্ছে না।’’

আরও পড়ুন
Advertisement