Lok Sabha Election 2024

‘যত আক্রমণ, তত ভোট আমার’, হিরণকে কটাক্ষ দেবের।। শুভেন্দুর খোঁচা: আর আই লভ ইউ চলবে না

দেবের দাবি, যাঁদের কাছে কোনও ইস্যু থাকে না, তাঁরাই ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য ভোটপ্রার্থনা করবেন। শুভেন্দুর দাবি, দেব ১০ বছর ধরে জনবিচ্ছিন্ন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০২৪ ২২:০১
dev hiran and suvendu

(বাঁ দিক থেকে) দেব, হিরণ এবং শুভেন্দু। —ফাইল চিত্র।

যত বেশি তাঁকে আক্রমণ করবেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং তাঁর দল, ততই ভোটবাক্সে লাভ পাবে তৃণমূল। তিনি আরও বেশি ভোটে জয়ী হবেন। মঙ্গলবার প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব। যা নিয়ে তাঁকে কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেবের প্রথম হিট সিনেমার নাম নিয়ে শুভেন্দুর খোঁচা, ‘‘ওই ‘আই লভ ইউ’ আর চলবে না।’’

Advertisement

মঙ্গলবার ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে রোড-শো করেন দেব। সেখানে তিনি বলেন, ‘‘এ বার তৃণমূল জিতছে। মানুষ রায় দিয়ে দিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের থেকেও এ বার অনেক বেশি আসন পাবে তৃণমূল।’’

লোকসভা ভোটের প্রার্থী হওয়া ইস্তক দেবকে কড়া আক্রমণের পথে হাঁটছেন তাঁর প্রতিদ্বন্দ্বী হিরণ। গরু পাচার মামলা থেকে ঘাটালের উন্নয়ন, নানা ইস্যু নিয়ে দেবের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। অন্য দিকে, দেবের দাবি, যাঁদের কাছে কোনও ইস্যু থাকে না, তাঁরাই ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটেন। তিনি স্কুল, হাসপাতাল, এলাকার সার্বিক উন্নয়নের জন্য ভোটপ্রার্থনা করবেন। মঙ্গলবার দেব বলেন, ‘‘যত বেশি আক্রমণ করবে, তত ভোটে জিতব।’’

দেব মঙ্গলবার ঝাড়গ্রাম হেলিপ্যাডে নামেন। সাড়ে ১২টা নাগাদ ঝাড়গ্রাম শহরের কলেজ মোড় থেকে সুসজ্জিত হুডখোলা গাড়িতে করে শহরের পাঁচমাথা মোড় হয়ে শিব মন্দির মোড় পর্যন্ত রোড-শো করেন। তাঁকে দেখার জন্য রাস্তার দু’পাশে প্রচুর মানুষের ভিড় ছিল। স্কুল-কলেজের ছেলেমেয়েরা তাঁকে ফুল দেন। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন রাজ্য বন দফতরের মন্ত্রী বিরবাহা হাঁসদা, জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, বর্ষীয়ান তৃণমূল নেতা দুর্গেশ মল্লদেব-সহ অনেকে। কালীপদের প্রচারে দেবের মন্তব্য, ‘‘এ বার ঝাড়গ্রামে খুব ভাল এবং পজ়িটিভ রেসপন্স পাচ্ছি। ঝাড়গ্রাম আসনটি এ বার তৃণমূল জিততে চলেছে।’’

দেবকে দেখার জন্য ভিড় জমে গিয়েছিল। যা নিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থীর মন্তব্য, ‘‘ভাল মানুষের সঙ্গে সব সময় ভাল মানুষ যুক্ত থাকেন। ঘাটালে দিনরাত ঝড়বৃষ্টির মধ্যে মানুষ যে ভাবে পাশে দাঁড়িয়েছেন, ভালবাসা জানাচ্ছেন আমাদের জেতানোর জন্য, তা বলার নয়। কেউ বলছেন দু’লক্ষ, তো কেউ বলছেন তিন লক্ষ ভোটে জিতব। মিথ্যা অভিযোগ দিয়ে মানুষকে ফাঁসানো যাবে না। মানুষকে আটকানো যাবে না।’’

অন্য দিকে, দেবের মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুর প্রতিক্রিয়া, ‘‘গত ১০ বছর ধরে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন ওখানকার সাংসদ। ওই আই লভ ইউ আর চলবে না।’’ উল্লেখ্য, শুভেন্দুর উদ্দেশে তৃণমূলের ‘গদ্দার’ মন্তব্যের প্রেক্ষিতে দেব জানিয়েছিলেন, তিনি এই শব্দ দিয়ে কাউকেই আক্রমণ করতে রাজি নন। মিঠুন চক্রবর্তীকেও নয়, অন্যদেরও নয়। শুভেন্দু প্রসঙ্গে একটি সভায় দেব বলেছিলেন, ‘‘ওই মানুষটি আমাকে ২০১৪ সালে এলাকা ঘুরিয়েছিলেন। আজ যেমন হিরণকে নিয়ে ঘুরছেন। আমার নির্বাচনে ফান্ডও করেছেন। আমি আজ লোকটাকে দেখে চিনতেই পারব না, এটা হয় না।’’

Advertisement
আরও পড়ুন