Dilip Ghosh

‘ইংল্যান্ডের আর্থিক অবস্থা ভাল হয়ে যাবে’! ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারকে কী উপহার দিলেন দিলীপ?

বর্ধমানের টাউন হলে একটি সম্মেলনে হাজির ছিলেন দিলীপ ঘোষ। সেখানে পূর্ব, উত্তর-পূর্ব ভারতের ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৬:২২
Dilip Ghosh

ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিংকে লক্ষ্মী এবং গণেশের মূর্তি উপহার দিলেন দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।

ইংল্যান্ডের আর্থিক পরিস্থিতি ‘ভাল করার জন্য’ ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিংকে লক্ষ্মী এবং গণেশের মূর্তি উপহার দিলেন বিদায়ী বিজেপি সাংসদ তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

Advertisement

শুক্রবার প্রথম দফা লোকসভা ভোটের দিন সকালে জনসংযোগের পর দুপুরে বর্ধমানের টাউন হলে একটি সম্মেলনে হাজির ছিলেন দিলীপ। সেখানে পূর্ব, উত্তর-পূর্ব ভারতের ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। অ্যান্ড্রুর হাতে দেব-দেবীর মূর্তি এবং অযোধ্যার রামলালার ছবি-সহ একটি ক্যালেন্ডার তুলে দিয়ে দিলীপ বলেন, ‘‘উনি আমার বাড়িতে এসেছিলেন। গত কাল আমার জন্মদিন ছিল। উনি গুজরাতি পরিবারের, তবে ব্রিটিশ নাগরিক। যেমন ঋষি সুনক পঞ্জাবি পরিবারের।’’ বিজেপি নেতার সংযোজন, ‘‘আমি বললাম, ‘ভারত এত দিন ধর্ম-সংস্কৃতি বিস্তার করত। অন্য জায়গা থেকে আমরা অন্য কিছু আনতাম, যেমন ব্যবসা-বাণিজ্য। এখন আমরা দুনিয়াকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ‘সাপ্লাই’ করছি।’ আমাদের দেশের সংস্কৃতির চিহ্ন দিলাম। লক্ষ্মী আর গণেশের রুপোর মূর্তি দিলাম।’’ এই উপহারের বিশেষত্ব কী? দিলীপের জবাব, ‘‘আমি ওঁকে বললাম, ‘দেখুন,আপনাদের দেশের আর্থিক অবস্থা ঠিক নেই। লক্ষ্মী-গণেশকে নিয়ে যান। ইংল্যান্ডের আর্থিক অবস্থা ভাল হয়ে যাবে।’ উনি নিয়ে গিয়েছেন। আমি রামমন্দিরের ক্যালেন্ডার দিলাম। সেটাও নিয়েছেন উনি। খুব ভাল কথাবার্তা হয়েছে। ওঁকে বর্ধমানের সীতাভোগ খাইয়েছি।’’

অন্য দিকে, রামনবমীতে মুর্শিদাবাদে গন্ডগোলের ঘটনায় এনআইএ তদন্ত চাওয়া হয়েছিল। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। ওই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘গত বারে হাওড়াতে হয়েছে, তদন্ত হয়েছে, দোষীরা ধরা পড়েছে। এই ধরনের ঘটনা যারা মুর্শিদাবাদে ঘটিয়েছে, তারা শাস্তি পাবে।’’

আরও পড়ুন
Advertisement