Lok Sabha Election 2024

‘ভোটে হারের পর খড়্গে কংগ্রেস সভাপতির পদ হারাবেন, রাহুল দুষবেন ইভিএম-কে’, দাবি শাহের

উত্তরপ্রদেশের বালিয়া এবং চন্দৌলিতে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারের পরে সাংবাদিক বৈঠক করেন শাহ। সেখানে তিনি জানান, গত দু’টি লোকসভা ভোটের মতোই এ বারেও ভরাডুবি হবে কংগ্রেসের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ০০:২৯
(বাঁ দিক থেকে) মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধী এবং অমিত শাহ।

(বাঁ দিক থেকে) মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধী এবং অমিত শাহ। —ফাইল চিত্র।

সপ্তাহ তিনেক আগে তিনি পূর্বাভাস দিয়েছিলেন, লোকসভা ভোটে কংগ্রেসের বিপর্যয় ঘটবে এবং তার জন্য বলির পাঁঠা করা হবে দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ‘‘৪ জুন লোকসভা ভোটের ফল বেরোনোর পরে গান্ধীদের কেউ দুষবেন না। কিন্তু কংগ্রেসের হারের জন্য খড়্গে তাঁর পদ হারাবেন।’’

Advertisement

উত্তরপ্রদেশের বালিয়া এবং চন্দৌলিতে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারের পরে সাংবাদিক বৈঠক করেন শাহ। সেখানে তিনি জানান, গত দু’টি লোকসভা ভোটের মতোই এ বারেও ভরাডুবি হবে কংগ্রেসের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে পরাজয়ের জন্য দায়ী করা হবে না। দোষ পড়বে খড়্গের উপর। তিনি কাজটিও (কংগ্রেস সভাপতির পদ) হারাবেন।’’

এ পরেই শাহের মন্তব্য, ‘‘রাহুলের লোকেরা অবশ্য ভোটে কংগ্রেসের বিপর্যয়ের জন্য ইভিএম (বৈদ্যুতিন ভোটযন্ত্র)-কে দায়ী করবেন।’’ প্রসঙ্গত, গত ২ মে শাহ দাবি করেছিলেন, লোকসভা ভোটে হারের জন্য কংগ্রেস সভাপতি খড়্গে-সহ প্রবীণ নেতাদের দায়ী করা হবে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির উদ্দেশে তিনি বলেছিলেন, ‘‘খড়্গেজি, দয়া করে গান্ধী পরিবারের স্বার্থে মিথ্যা কথা বলবেন না। মনে রাখবেন, আগামী ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণার পরে ওই পরিবারের স্বার্থরক্ষার জন্য আপনাকেই কাঠগড়ায় তোলা হবে।’’

আরও পড়ুন
Advertisement