Lok Sabha Election 2024

‘ব্যবস্থার’ ইঙ্গিত কংগ্রেসে, পাল্টা চ্যালেঞ্জ বিনয়ের

রবিবার সকালে সুখিয়াপোখরি, পোখরিবং-সহ একাধিক এলাকায় প্রার্থী মুনীশ তামাংকে নিয়ে প্রচারে নামেন কংগ্রেস নেতৃত্ব। ছিলেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ০৭:৩০
বিনয় তামাং।

বিনয় তামাং। —ফাইল চিত্র।

পাহাড়ের গোর্খা নেতা বিনয় তামাংকে ঘিরে কংগ্রেসের অন্দরে জোর ‘গোষ্ঠীকোন্দল’ শুরু হয়েছে। দলীয় প্রার্থীর হয়ে প্রচার না করা, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ায় বিনয়ের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত দিলেন দলের রাজ্যের পর্যবেক্ষক ভিপি সিংহ। রবিবার সকালে সুখিয়াপোখরি, পোখরিবং-সহ একাধিক এলাকায় প্রার্থী মুনীশ তামাংকে নিয়ে প্রচারে নামেন কংগ্রেস নেতৃত্ব। ছিলেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডও। তাতে যোগ দিয়ে ভিপি জানান, প্রার্থী মুনীশ তামাং ও জেলা সভাপতি শঙ্কর মালাকার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে রিপোর্ট পেশ করেছেন। ভিপি সিংহ বলেন, ‘‘বিনয় তামাংকে নিয়ে রিপোর্ট জমা পড়েছে। দলবিরোধী কাজের অভিযোগ রয়েছে। নেতৃত্ব এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে কংগ্রেস একতায় বিশ্বাস করে।’’

Advertisement

দলের নেতৃত্বের এমন বিবৃতির পর রবিবারই ‘বিস্ফোরক’ বিনয়। প্রথমে কিছু না বললেও তিনি পরে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কংগ্রেসের নেতাদের একাংশের দিকে। তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে দলবিরোধী কাজের কথা, রিপোর্ট পেশের কথা বলা হচ্ছে। খুব ভাল কথা। ভিপি সিংহ তো বটেই, শঙ্কর মালাকার বা মুনীশ তামাংকে আমি চ্যালেঞ্জ করছি। ওঁদের ক্ষমতা থাকলে ভোটের আগে ২৩ এপ্রিলের মধ্যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন।’’ তিনি বলেন, ‘‘কে, কোথায়, কী করেছে, কী হয়েছে তা আমি জানি। প্রয়োজনে, অনেক কিছুই সামনে আসতে পারে। আর ভোটের কাজে না নামার কথা আমি বহু আগেই বলে দিয়েছি।’’

দলীয় সূত্রের খবর, পাহাড় সমতলের পরিচিত মুখ বিনয় তামাংয়ের নামের প্রস্তাব প্রার্থী হিসাবে দিল্লিতে গিয়েছিল। পরে, হামরো পার্টির অজয় এডওয়ার্ড ভিপি সিংহ, পবন খেড়া এবং গুলাম আহমেদ মিরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। মুনীশ তামাং গোর্খা পরিসঙ্ঘের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেন। অজয় ‘ইন্ডিয়া’ জোটের শরিক হন। দিল্লির সিদ্ধান্তে প্রদেশ নেতৃত্বের বড় অংশ খুশি ছিলেন না।

এর মধ্যে দলের তরফে বিনয় এবং তাঁর অনুগামীরা কাজ করছেন না বলে দিল্লি, কলকাতায় জানানো হয়। তবে মুনীশ বলেন, ‘‘যা বলার নেতৃত্বকে বলে দিয়েছি। বাকিটা দলের সিদ্ধান্ত।’’

আরও পড়ুন
Advertisement