West Bengal National University of Juridical Sciences

রাজ্যের ন্যাশনাল জুরিডিক্যাল সায়েন্স ইউনিভার্সিটিতে রয়েছে কাজের সুযোগ, কোন পদে নিয়োগ?

নিয়োগ সংক্রান্ত শর্তাবলি দেখার জন্য আবেদনাকারীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:৪০
কর্মী নিয়োগ হবে পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডাব্লিউবিএনইউজেএস)-এ।

কর্মী নিয়োগ হবে পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডাব্লিউবিএনইউজেএস)-এ। সংগৃহীত ছবি।

পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডাব্লিউবিএনইউজেএস)-এ কর্মী নিয়োগ হবে। সোমবার সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। রেজিস্ট্রার পদে নিয়োগের আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। এই পদে আবেদনের জন্য বিস্তারিত তথ্য জেনে নিন।

মোট শূন্যপদ ১টি। মাসিক ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা বেতন হবে নিযুক্তদের। আবেদনকারীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা উচ্চতর পদে ন্যূনতম ১৫ বছরের অথবা অ্যাসোসিয়েট প্রফেসর বা উচ্চতর পদে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজের অভিজ্ঞতাও। কোনও গবেষণা বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে বা ৮ বছর ডেপুটি রেজিস্ট্রার পদে এবং সবমিলিয়ে ১৫ বছর প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। এ ছাড়া, ডক্টরেট ডিগ্রি বা কোনও উল্লেখযোগ্য প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকলে এবং আইনি প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা থাকলে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.nujs.edu/ বা https://www.nujs.edu/home/careers/ থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটি পূরণ করে জমা দিতে হবে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইনে একইসঙ্গে ২০০০ টাকা আবেদনমূল্যও জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি দেখার জন্য আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।

Advertisement
আরও পড়ুন