যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিশেষ বিষয়ে কোর্সের আয়োজন করা হয়েছে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঠক্রমটিতে ভেষজ ওষুধের খুঁটিনাটি পড়ানো হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত ‘হার্বাল মেডিসিন’-এর কোর্সটি একটি সার্টিফিকেট কোর্স। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল অ্যান্ড ম্যানেজমেন্ট অধীনস্থ স্কুল অফ ন্যাচারাল প্রোডাক্ট স্টাডিজ় এই কোর্সের মূল উদ্যোক্তা।
জুলাই থেকে ডিসেম্বর, মাত্র ছ’মাস কোর্সটির মেয়াদ। সপ্তাহে তিন দিন মোট ১৬ ঘণ্টার ক্লাস করানো হবে। কোর্স ফি ধার্য করা হয়েছে ৩০,২০৮ টাকা। এই পাঠক্রমে দ্বাদশোত্তীর্ণ থেকে শুরু করে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তীর্ণ/ ফার্মাসিতে এমএস ডিগ্রিধারী অথবা অন্য যে কোনও বিষয়ে ডিপ্লোমা/ ডিগ্রিপ্রাপ্তেরা আবেদন করতে পারবেন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের মূল্য ১০০ টাকা করে ধার্য করা হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।