আইআইআইটি কল্যাণী। ছবি: সংগৃহীত।
কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-তে পিএইচডি-র সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘স্প্রিং সিমেস্টার’-এ ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, পদার্থবিদ্যা বিষয়ে রয়েছে পিএইচডি-র সুযোগ। মোট ৫৮ জন ভর্তি হতে পারবেন। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলিতে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বর-সহ ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। ৭০ শতাংশ নম্বর-সহ স্নাতক যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। তবে, সে ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিভাগে পিএইচডি-তে আবেদনের ক্ষেত্রে ৬০ শতাংশ নম্বর-সহ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা জরুরি। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে ‘হোমপেজ’-এ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে ৫০০ টাকা জমা দেওয়া দরকার। এর পরে টাকা জমা দেওয়ার নথি, আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১২ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা/ ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর। লিখিত পরীক্ষা/ ইন্টারভিউ হবে ২ ও ৩ জানুয়ারি ২০২৫। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটটি দেখতে পারেন।