Registration

জুলাই-এর সেশনের জন্য ইগনু পুনরায় রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ল

ইন্দিরা গাঁধী ন্যাশনাল ইউনিভার্সিটি (ইগনু) জুলাই সেশনের জন্য পুনরায় রেজিস্ট্রেশনের সময় আরও বাড়িয়ে দিল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৭
ইগনুর  পুনরায় রেজিস্ট্রেশন

ইগনুর পুনরায় রেজিস্ট্রেশন

ইন্দিরা গাঁধী ন্যাশনাল ইউনিভার্সিটি (ইগনু) জুলাই সেশনের জন্য পুনরায় রেজিস্ট্রেশনের সময় আরও বাড়িয়ে দিল। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত ডিগ্রি প্রোগ্রামে রেজিস্টার করা যাবে বলে ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ইগনু-র সরকারি ওয়েবসাইট— ignou.ac.in বা onlinerr.ignou.ac.in-এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন।

রেজিস্ট্রেশন ফর্ম জমা না দিলে পরীক্ষার্থীরা পরবর্তী সেমেস্টার বা শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন না। ইন্দিরা গাঁধী ন্যাশনাল ইউনিভার্সিটি-র তরফে একটি টুইটের মাধ্যমে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement

কী ভাবে রেজিস্টার করবেন?

১. প্রথমেই সরকারি ওয়েবসাইট-https://onlinerr.ignou.ac.in/-এ যেতে হবে।

২. ওয়েবসাইটে ঢোকার পর 'রি-রেজিস্ট্রেশন' ট্যাবে ক্লিক করতে হবে।

৩. সমস্ত তথ্য পড়ে নিয়ে 'প্রসিড ফর রেজিস্ট্রেশন'-এ ক্লিক করতে হবে।

৪. এর পর লগ ইন উইন্ডোটি স্ক্রিনে দেখা যাবে।

৫. সেখানে এনরোলমেন্ট আইডি এবং প্রোগ্রাম কোড দিয়ে 'রি-রেজিস্ট্রেশন' ফর্মের সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।

আরও পড়ুন
Advertisement