কর্মী নিয়োগ করা হবে কর্মী নিয়োগ করা হবে প্রতীকী ছবি।
রাজ্যের ক্ষুদ্র, মাঝারি, কুটির শিল্প এবং বস্ত্রবয়ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রাথমিক ভাবে আংশিক সময়ের জন্য নিয়োগ করা হলেও পরবর্তীকালে পদটি স্থায়ী হতে পারে। নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু মঙ্গলবার থেকেই। জেনে নিন নিয়োগের বিস্তারিত তথ্য।
বস্ত্রবয়ন অধিদপ্তরের যুগ্ম অধিকর্তার একটিমাত্র পদেই প্রার্থী নিয়োগ করা হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। নিযুক্তদের ৪ এ বেতন স্কেল অনুযায়ী মাসিক বেতন হবে ১৫,৬০০-৪২,০০০ টাকা।
আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল (বস্ত্রবয়ন) টেকনোলজিতে ডিগ্রি বা সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে পাওয়ারলুম (বৈদ্যুতিন তাঁত) টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি কোনও সরকারি দফতর বা নামী বেসরকারি সংস্থায় পাওয়ারলুম এবং টেক্সটাইলে শিল্প নিয়ে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া, বাংলা বা নেপালি ভাষায় পারদর্শী হতে হবে।
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন ক্ষণ যথা সময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটেই প্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য এসসি/এসটি/বিশেষ ভাবে সক্ষম প্রার্থীরা ছাড়া বাকিদের ২১০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র এবং আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন আগামী ২১ মার্চ দুপুর ৩টে। আবেদনপত্র সংশোধন করার জন্য সময় দেওয়া হবে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত। নিয়োগের অন্যান্য শর্ত দেখার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট https://wbpsc.gov.in/-এ যেতে হবে।