CBSE Show-Cause Notice

দেশের ২৯টি স্কুলকে শো কজ় করল সিবিএসই, কড়া নির্দেশিকা বোর্ডের

১৮ ও ১৯ ডিসেম্বর ওই স্কুলগুলিতে ঝটিকা পরিদর্শন চালায় সিবিএসই-র তৈরি ২৯টি বিশেষজ্ঞ দল। তার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯

সংগৃহীত চিত্র।

দেশের ২৯টি স্কুলকে শো কজ় করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সম্প্রতি বোর্ডের তরফে এমনই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানী দিল্লির ১৮টি স্কুল সহ ৬টি রিজিয়নের মোট ২৯টি স্কুল রয়েছে এই শো কজ়-এর তালিকায়। ওই স্কুলগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানা গিয়েছে।

Advertisement

শো কজ় প্রাপ্ত স্কুলগুলির মধ্যে—

দিল্লি রিজিয়নে ১৮টি

কর্ণাটক রিজিয়নে ২টি

উত্তরপ্রদেশ রিজিয়নে ৩টি

বিহার রিজিয়নে ২টি

গুজরাত রিজিয়নে ২টি

ছত্তীসগঢ় রিজিয়নে ২টি

সিবিএসই-র অভিযোগ, ওই স্কুলগুলিতে উপযুক্ত পরিকাঠামো নেই। তা সত্ত্বেও প্রচুর পড়ুয়াকে সেখানে ভর্তি নেওয়া হচ্ছে। বেশ কিছু দিন ধরে ওই স্কুলগুলিতে বিরুদ্ধে অভিযোগ ছিল সিবিএসই-র কাছে। তার পরেই ১৮ ও ১৯ ডিসেম্বর ওই স্কুলগুলিতে ঝটিকা পরিদর্শন চালায় সিবিএসই-র তৈরি ২৯টি বিশেষজ্ঞ দল। তার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফে। শিক্ষক মহলে প্রশ্ন, এই শো কজ়-এর নির্দেশিকার পরে কী অনুমোদনও বাতিল হতে পারে স্কুলগুলির?

Advertisement
আরও পড়ুন