CU Recruitment 2024

পদার্থবিদ্যায় স্নাতকোত্তর? গবেষণার কাজের সুযোগ রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে

জুনিয়র রিসার্চ ফেলো পদে নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৩১ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:৫১
Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রকল্পে কর্মী প্রয়োজন। সম্প্রতি এমনটা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি সবিস্তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে স্বল্পমেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে গবেষক নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ (ডিএসটি) অধীনস্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)-এর কোর রিসার্চ গ্রান্টের অর্থপুষ্ট।

নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পরে তাঁর কাজ এবং ফান্ডিংয়ের উপরে নির্ভর করে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।

জুনিয়র রিসার্চ ফেলো পদে নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৩১ হাজার টাকা। এক বছর পরে কাজের মেয়াদ বৃদ্ধি পেয়ে সিনিয়র রিসার্চ ফেলো পদে উন্নীত হলে তাঁর সাম্মানিক মাসে ৩৫ হাজার টাকা হবে।

প্রকল্পে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। পদার্থবিদ্যায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে তাঁদের। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে নেট বা গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৩ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে আগামী ১৯ নভেম্বর বেলা ১১টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আরও পড়ুন
Advertisement