Burdwan university

আইন নিয়ে পড়াশোনা করতে চান? সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়

২০২৩-২৫ বর্ষের জন্য এলএলবি (অনার্স) কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৬:২৯
 বর্ধমান বিশ্ববিদ্যালয়।

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাঁরা আইন নিয়ে পড়াশোনা করতে চান, তাঁদের সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ৩ বছরের এলএলবি (অনার্স) কোর্সের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠান। ২০২৩-২৫ বর্ষের জন্য এলএলবি (অনার্স) কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। যে কোনও বয়সের ব্যক্তিই ভর্তি হতে পারবেন। যদি কোনও প্রার্থী অন্য কোথাও কাজ করেন, তা হলে তিনি আবেদন করতে পারবেন না।

Advertisement

ভর্তির জন্য প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তি আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র মূল্য বাবদ ২৫০টাকা বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দেওয়া প্রয়োজন। ৩১ মার্চ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন