Bankura University Recruitment 2025

পদার্থবিদ্যায় স্নাতকোত্তর? বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণার কাজের সুযোগ

প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৬:৩১
Bankura University

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

পদার্থবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করেছেন, তাঁদের জন্য গবেষণাধর্মী কাজের সুযোগ রয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। সেখানে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থার অর্থপুষ্ট প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)। প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তার কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির ফেলোশিপের পরিমাণ হবে মাসে ২৫,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর।আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজ়িক্স বা অ্যাপ্লায়েড ফিজ়িক্সে এমএসসিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের নিউক্লিয়ার ফিজ়িক্স নিয়ে কাজের অভিজ্ঞতা, নিউক্লিয়ার রিয়্যাকশন কোড নিয়ে কাজের অভিজ্ঞতা এবং সি, সি++ এবং রুট প্রোগ্রামিং সম্পর্কিত জ্ঞান রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর বাছাই প্রার্থীদের অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ৭ এপ্রিল সকাল ১১টা নাগাদ। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।

Advertisement
আরও পড়ুন