ICMR Jobs

কেন্দ্রীয় সংস্থার গবেষণা প্রকল্পে কর্মখালি, কী ভাবে আবেদন করবেন?

নিযুক্ত ব্যক্তিকে সংস্থার নয়াদিল্লির দফতরে কাজ করতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৪:৪৯
Representative Image.

নিজস্ব চিত্র।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের দিল্লির দফতরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদে উল্লেখ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন কিংবা ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তি প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে কাজের সুযোগ পাবেন। তবে, ওই ব্যক্তির আগে সাইটোমরফোলজি, ইমেজ ডিজিটাইজ়েশন, মরোফোমেটেরি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। বয়ঃসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।

দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চে নিযুক্ত ব্যক্তির কর্মস্থল হতে চলেছে। ডেটা অ্যানালিসিস এবং রিপোর্ট জেনারেশন সংক্রান্ত কাজ তাঁকে করতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক বাবদ ৫৬,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

ইমেল মারফত একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকাগুলি দেখে নিতে পারেন। ২২ নভেম্বরের আগে আবেদন জমা দিতে হবে।

আরও পড়ুন
Advertisement