হেলসিঙ্কি যাওয়ার পথে এক ‘অতি নীরব’ ট্রেনে নাকি একটি ভারতীয় পরিবার বিস্তর হইহল্লা করেছে, হিন্দিতে। চটে গিয়ে টুইট করেছেন অন্য এক প্রবাসী ভারতীয়। লজ্জা? মোটেই না। হিন্দিভাষী পরিবারটি সম্ভবত কবির কথাকেই ধ্রুব জ্ঞান করেছে: সব ঠাঁই মোর ঘর আছে। নিজেরই ঘর যখন, তাতে হল্লা করলে ক্ষতি কী? সে কারণেই ভারতীয়রা বিমানবন্দরের মেঝেয় থেবড়ে বসে পরোটা-আচার খায়, সমাধিস্থলে সেল্ফি তোলে, এবং সর্বত্র চিৎকার করে ফোনে কথা বলে।