Donald Trump

যৎকিঞ্চিৎ

মুশকিল হল, এখানে সাকুল্যে এক জন মানুষও নেই— থাকার মধ্যে আছে অসংখ্য পেঙ্গুইন। তারাও আমেরিকার সঙ্গে এমন শত্রুতা করছিল? ট্রাম্প সাহেবের মনে ভেদবুদ্ধি নেই— মানুষ আর না-মানুষেও তিনি ফারাক দেখেন না।

Advertisement
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ০৭:১৪

সাব-অ্যান্টার্কটিকের দুই দ্বীপ হার্ড আর ম্যাকডোনাল্ডের পণ্যের উপরেও ১০% আমদানি শুল্ক চাপাল আমেরিকা। তারা নাকি নিজেদের মুদ্রার দাম কমিয়ে, বাণিজ্যের পথে বাধা তৈরি করে আমেরিকার রফতানির উপরে পরোক্ষ কর চাপিয়ে রেখেছিল। মুশকিল হল, এখানে সাকুল্যে এক জন মানুষও নেই— থাকার মধ্যে আছে অসংখ্য পেঙ্গুইন। তারাও আমেরিকার সঙ্গে এমন শত্রুতা করছিল? ট্রাম্প সাহেবের মনে ভেদবুদ্ধি নেই— মানুষ আর না-মানুষেও তিনি ফারাক দেখেন না।

Advertisement
Advertisement
আরও পড়ুন