চিত্রকলা ও ভাস্কর্য ২

স্বাভাবিকতা রূপান্তরিত হয় কল্পরূপে

শেডস অব গ্রে শিরোনামে বিড়লা অ্যাকাডেমিতে একক প্রদর্শনী করলেন ঋত্বিজ ভৌমিক। স্বাভাবিকতাকে সামান্য কল্পরূপে রূপান্তরিত করে তিনি এঁকেছেন মূলত মানুষের ছবি।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ০০:০১

শেডস অব গ্রে শিরোনামে বিড়লা অ্যাকাডেমিতে একক প্রদর্শনী করলেন ঋত্বিজ ভৌমিক। স্বাভাবিকতাকে সামান্য কল্পরূপে রূপান্তরিত করে তিনি এঁকেছেন মূলত মানুষের ছবি। ধর্মীয় মৌলবাদ ও সামাজিক সন্ত্রাসে মানুষের আত্মপরিচয় ধূসরতায় আবিল হয়ে যাচ্ছে। সেই ধূসরতার নানা দিক উদ্ভাসিত হয়েছে তাঁর ছবিতে। এই রূপভঙ্গিকে আরও নিজস্ব স্বাতন্ত্র্যের দিকে নিয়ে যেতে হবে তাঁকে।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • পরেশ মাইতি আজ শেষ।

গ্যাঞ্জেস গ্যালারি: • শাহাবুদ্দিন আজ শেষ।

অ্যাকাডেমি: • উষারঞ্জন ২০ পর্যন্ত।

অমল, অশোক, ভাস্কর, রামপ্রসাদ, উৎপল ২১ থেকে ২৬ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • বার্ষিক প্রদর্শনী ৩১ পর্যন্ত।

তাজ বেঙ্গল: • সমীর কর্মকার কাল শেষ।

গ্যালারি ৮৮: • সুধীর পটবর্ধন ৬ ফেব্রয়ারি পর্যন্ত।

চিত্রকূট গ্যালারি: • দীপঙ্কর, বিপ্লব কাল শেষ।

আরও পড়ুন
Advertisement