চিত্রকলা ও ভাস্কর্য ২

শ্রীকৃষ্ণের চিরন্তন জীবন

সিদ্ধার্থ সেনগুপ্ত-র একক অনুষ্ঠিত হল বিড়লা অ্যাকাডেমিতে ‘কৃষ্ণ ঘোর’। রচনাগুলিতে শিল্পী শ্রীকৃষ্ণের পুরাণকল্পকে চিরন্তন জীবন ও প্রকৃতিতে পরিব্যাপ্ত করেছেন। আমাদের সাম্প্রতিক চিত্রকলায় দুটি ধারা পাশাপাশি চলছে। একটি বিশ্বব্যাপ্ত সামাজিক কলুষ ও সংকটকে উদ্ঘাটিত করছে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০০:০১

সিদ্ধার্থ সেনগুপ্ত-র একক অনুষ্ঠিত হল বিড়লা অ্যাকাডেমিতে ‘কৃষ্ণ ঘোর’। রচনাগুলিতে শিল্পী শ্রীকৃষ্ণের পুরাণকল্পকে চিরন্তন জীবন ও প্রকৃতিতে পরিব্যাপ্ত করেছেন। আমাদের সাম্প্রতিক চিত্রকলায় দুটি ধারা পাশাপাশি চলছে। একটি বিশ্বব্যাপ্ত সামাজিক কলুষ ও সংকটকে উদ্ঘাটিত করছে। আর একটি তার ভিতর থেকেই শাশ্বতের সন্ধান করছে। সিদ্ধার্থ এই দ্বিতীয় প্রকল্পের একজন তন্নিষ্ঠ শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: গদাধর দাস ১৮ পর্যন্ত।

অর্পিতা মুখোপাধ্যায় ১১ মে পর্যন্ত।

চিত্র ও ভাস্কর্য গোষ্ঠী ১১ মে পর্যন্ত।

রাজীব, গোপাল, অঞ্জনা প্রমুখ ১৮ মে পর্যন্ত।

স্বপন রায় ১১ মে পর্যন্ত।

চারুকলা মন্দির ১৮ মে পর্যন্ত।

জিসি লাহা: • শুভেন্দু পালিত ১১ মে পর্যন্ত।

অণু গ্যালারি: • পরিতোষ সেন, গণেশ পাইন, সুনীল দাস, গণেশ হালুই প্রমুখ কাল শেষ।

আরও পড়ুন
Advertisement