চিত্রকলা ও ভাস্কর্য ২...

শূন্যতার সঙ্গে প্রকৃতির সংলাপ

অ্যাকাডেমিতে ‘সিগনেচার’ শিরোনামে প্রথম একক প্রদর্শনী করলেন রুমকি মহাপাত্র।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৪ ০৮:৩১

রুমকি ক্যানভাসের উপর অ্যাক্রিলিক রঙে যে ছবি এঁকেছেন, তার বিষয় নিসর্গ। প্রেক্ষাপটটিকে অধিকাংশ ক্ষেত্রেই তিনি শূন্য রেখেছেন। শূন্যতার উপর এঁকেছেন ফুল, গাছ, নদী ইত্যাদি। শূন্যতার সঙ্গে প্রকৃতির সেই সংলাপ তাঁর ছবিতে স্বতন্ত্র মাত্রা এনেছে।

Advertisement

শিল্পী দিলীপ দাস নিসর্গের রূপকার হিসেবে সুপরিচিত। নিসর্গ রচনায় নিজস্ব এক আঙ্গিক পদ্ধতি তৈরি করেছেন। সম্প্রতি কেমোল্ড গ্যালারিতে অনুষ্ঠিত হল তাঁর প্রায় ৩২টি মুখাবয়বের ছবি নিয়ে প্রদর্শনী। চাইনিজ ইংক, জলরং, প্যাস্টেল ইত্যাদি নানা মাধ্যমে এঁকেছেন। কয়েকটি বণির্র্ল জলরঙের ছবিতে অভিব্যক্তিবাদী রীতির সঙ্গে জ্যামিতিক গাঠনিক ঋজুতাকে মিলিয়েছেন। ‘এক্সপ্রেশন ২৯ ও ৩০’ শীর্ষক ছবি দু’টি এই আঙ্গিক পদ্ধতির অনবদ্য সাফল্যের দৃষ্টান্ত। তাঁর রেখারূপগুলিও পরিমিতিবোধের সার্থক দৃষ্টান্ত।

প্রদর্শনী

চলছে

সিমা: যোগেন চৌধুরী ২৯ মার্চ পর্যন্ত।

জি সি লাহা: জয় ভাদুড়ি, সুমন চৌধুরী আজ শেষ।

আইসিসিআর: সুনীল দাস, ফরিদা জামান, শেখর রায় প্রমুখ ২ মার্চ পর্যন্ত।
অর্পিতা রায়, পৌলমী সেন প্রমুখ ৩ মার্চ পর্যন্ত।

জয়ন্ত কে পাল ৩ মার্চ পর্যন্ত।

কেমোল্ড: কৌশিক রাহা ৩ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement