চিত্রকলা ও ভাস্কর্য ২

রূপায়িত অন্তর্লীন এক স্তব্ধতা

অনির্বাণ ঘোষের একক হল বিমল মিত্র গ্যালারিতে। বিমূর্ততা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নিজস্ব এক পরিসর তৈরি করেছিলেন তিনি। বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্যকে এখানে উপস্থাপিত করেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৫ ০০:০১

অনির্বাণ ঘোষের একক হল বিমল মিত্র গ্যালারিতে। বিমূর্ততা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নিজস্ব এক পরিসর তৈরি করেছিলেন তিনি। বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্যকে এখানে উপস্থাপিত করেছেন। ‘ঘরে বাইরে’, ‘নৌকাডুবি’, ‘পার’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘চোখের বালি’, ‘অযান্ত্রিক’ ইত্যাদি। যেভাবে তিনি অন্তর্লীন এক স্তব্ধতাকে রূপায়িত করেছেন, তাতে শূন্যতাদীর্ণ নিজস্ব বিশ্বদৃষ্টি উঠে এসেছে। এবারে অবয়বের ভিতর দিয়ে সেই রহস্যময়তাকেই তুলে আনার চেষ্টা করেছেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • বিপ্লব, দীপঙ্কর পরশু শেষ।

পার্মানেন্ট মার্কার পরশু শেষ।

কৃষ্ণা, মিন্টু, সংযুক্তা ১৪ থেকে ২০ পর্যন্ত।

কলকাতা ক্যানভাস ১৪ থেকে ২০ পর্যন্ত।

চিত্রকূট: • রঞ্জন বিশ্বাস কাল শেষ।

তাজ বেঙ্গল: • জয়দেব বসু ১৩ থেকে ১৯ পর্যন্ত ।

গ্যালারি সংস্কৃতি: • নান্টুবিহারি দাস ১৮ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement