চিত্রকলা ও ভাস্কর্য ২

রেখায় রঙে ভাল-মন্দের চিত্রকল্প

স্পর্শ শিরোনামে শিল্পীরা সম্মেলক প্রদর্শনী করলেন। প্রশান্ত কুমার বসু-র নিসর্গ-ভিত্তিক রচনায় প্রকৃতির ধ্যানমগ্ন সুরটিকে অনুধাবনের প্রয়াস ছিল। বিপ্লব দলই-র রবীন্দ্রনাথের মুখাবয়বের রচনাটিতে আঙ্গিকে এসেছে অন্তর্মুখী সংহতি।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০০:০১

স্পর্শ শিরোনামে শিল্পীরা সম্মেলক প্রদর্শনী করলেন। প্রশান্ত কুমার বসু-র নিসর্গ-ভিত্তিক রচনায় প্রকৃতির ধ্যানমগ্ন সুরটিকে অনুধাবনের প্রয়াস ছিল। বিপ্লব দলই-র রবীন্দ্রনাথের মুখাবয়বের রচনাটিতে আঙ্গিকে এসেছে অন্তর্মুখী সংহতি। পারিজাত আচার্য অস্তিত্বের গভীরের শূন্যতাকে ব্যঞ্জিত করতে চেয়েছেন। পটচিত্রে বিশেষ অভিঘাত সৃষ্টি করেছেন আনন্দ চিত্রকর। তপন অধিকারীর ভাস্কর্যগুলি তাদের সম্ভাবনাকে সম্পূর্ণ উদ্ঘাটিত করতে পারেনি।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • কলেজ অব ভিজুয়াল আর্ট ৩ পর্যন্ত।

গ্যালারি ৮৮: • রাধিকা খিমজি ১৪ পর্যন্ত।

গগনেন্দ্র প্রদর্শশালা: • অন্বেষা, সুস্মিতা, স্বপন ৩ থেকে ৫ পর্যন্ত।

জলসাঘর: • হিরণ মিত্র ৫ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement