চিত্রকলা ও ভাস্কর্য ২

মানব অস্তিত্বের সংকট

নব্য ভারতীয় ঘরানার আঙ্গিক নিয়ে নিবিষ্ট ভাবে কাজ করছেন বর্তমান প্রজন্মের যে সব শিল্পী সমীর কুণ্ডু তাঁদের অন্যতম। সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর ‘নেপথ্যে মহাভারত’ শীর্ষক পঞ্চম একক প্রদর্শনী। । মহাভারতের পুরাণকল্পের মধ্য দিয়ে তিনি চিরন্তন মানবী ও মানব অস্তিত্বের সংকট ও সত্যকে অনুধাবন করতে চেয়েছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৪ ০০:০১

নব্য ভারতীয় ঘরানার আঙ্গিক নিয়ে নিবিষ্ট ভাবে কাজ করছেন বর্তমান প্রজন্মের যে সব শিল্পী সমীর কুণ্ডু তাঁদের অন্যতম। সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর ‘নেপথ্যে মহাভারত’ শীর্ষক পঞ্চম একক প্রদর্শনী। । মহাভারতের পুরাণকল্পের মধ্য দিয়ে তিনি চিরন্তন মানবী ও মানব অস্তিত্বের সংকট ও সত্যকে অনুধাবন করতে চেয়েছেন। দ্রৌপদী, কুন্তী, গান্ধারী, কৃষ্ণ, অর্জুন, কর্ণ— এ সমস্ত চরিত্রের অন্তর্লীন আর্তিকে মহাকালের প্রেক্ষিতে স্থাপন করেছেন অলঙ্করণসমৃদ্ধ প্রতীকী উপস্থাপনায়। একটি ছবিতে তিনি ভীষ্মের সঙ্গে যিশুখ্রিস্টকে সমীকৃত করেছেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: শিবাজী ভট্টাচার্য কাল শেষ।

আইটিসি: স্বাগতা বসু, কেশব রায় ১৫ অক্টোবর পর্যন্ত।

জি সি লাহা: অরিন্দম, সুপর্ণা প্রমুখ ১৮ অক্টোবর পর্যন্ত।

শুরু হবে

কেমোল্ড: সৌমেন কর ও মৌমিতা কর ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement